বিনা পুঁজিতে লাভজনক ব্যাবসা
বিনা পুঁজিতে লাভজনক ব্যাবসা।
বিনা পুঁজিতে ব্যাবসা বলতে সেই সমস্ত ব্যাবসা কে বোঝায়,যে ব্যাবসাগুলো করতে গেলে কোন ইনভেস্টমেন্ট লাগেনা।অর্থাৎ কোন টাকা পয়সা বিনিয়োগ না করে শুধুমাত্র শ্রম আর দক্ষতা দিয়ে যে ব্যাবসাগুলো পরিচালনা করা যায়।
পেজ সুচিপত্রঃ
এখন আসি মুল কথায় ঃ বিনা পুঁজির ব্যাবসাটা আসলে কি বা কি ধরনের হতে পারে এই ব্যাবসা।
বিনা পুঁজির ব্যাবসা বিভিন্ন ধরনের হতে পারে।তার মধ্যে আজকে খুব সংক্ষিপ্ত আকারে দুইটি বিনা পুঁজির ব্যাবসা সম্মন্ধে ধারনা দিবো আপনাদের।আশাকরি আপনারা এই ধারনাগুলি কাজে লাগিয়ে বিনা পুঁজিতে ব্যাবসা করে লাভবান হতে পারবেন।
এক নাম্বার ঃ ট্র্যাভেল এন্ড ট্যুরিজম ব্যাবসা।
দুই নাম্বার ঃ কম্পিউটার,ল্যাপটপ এবং মোবাইল সার্ভিসিং ব্যাবসা।
ট্র্যাভেল এন্ড ট্যুরিজম ব্যাবসাঃ
এই ব্যাবসা করতে মূলধন বা পুঁজি লাগেনা,লাগে দক্ষতা,শ্রম আর কাজ করার আগ্রহ।
বর্তমান সময়ে বিনা পুঁজিতে লাভজনক ব্যাবসার মধ্যে এটি একটি অন্যতম ব্যাবসা।কারন মানুষ এখন ভ্রমণ সৌখিন হয়েযাচ্ছে।ঘুরেবেড়ানোর আগ্রহ দিন দিন বেড়েই চলেছে মানুষের ভিতর।অনেক মানুষ ই নিজে বা পরিবার নিয়ে একা ভ্রমণে যেতে সাহস করেনা।ঘুরার ইচ্ছা আছে কিন্তু কি ভাবে যাবো কি করবো,নিরাপত্তা কেমন এইসব বিষয় নিয়ে চিন্তা করে নিজেরা না ব্যবস্থা করে এই সবকিছুর দায়িত্ব দিয়ে দেয় ট্র্যাভেল এজেন্সির কাছে।তারপর নিশ্চিন্তে ঘুরে আসে,পরিবার-পরিজন নিয়ে তাদের কাঙ্ক্ষিত ভ্রমণের স্থান থেকে।
তাই এমন সুযোগকে কাজে লাগিয়ে,ট্র্যাভেল ব্যাবসা করে আপনিও হতে পারেন লাভবান কোন বিনিয়োগ ছাড়াই।
এখন আসাযাক কিভাবে এই ব্যাবসা শুরু করবেন।
প্রথমে আপনি ফেসবুকে একটা ট্র্যাভেল গ্রুপ এবং পেজ খুলবেন,যেটা করতে আপনার কোন টাকা খরচ হবেনা।তারপর আপনার পরিচিতদের গ্রুপে অ্যাড করবেন।পেজে ইভেন্ট দিবেন,কোথায় কবে কোন স্থানে ভ্রমণে যাবেন।কত জনের গ্রুপ নিয়ে যাবেন কত টাকা খরচ হবে জনপ্রতি,কোন কোন দর্শনীয় স্থানগুল দেখাবেন ক্লাইন্টদের,কোন পরিবহনে নিয়ে যাবেন কোন হোটেলে রাখবেন এইসব বিষয়ে খুব সুন্দর করে লিখবেন যাতে করে টুরিস্টদের আগ্রহ বাড়ে আপনার গ্রুপের সাথে ভ্রমণে যেতে।যেই স্থানে ভ্রমনে যাবেন সেখানকার সুন্দর সুন্দর কিছু ছবি দিয়ে আর তথ্য দিয়ে পোষ্ট দিবেন।জনপ্রতি কত টাকা খরচ হতে পারে সেটার হিসাব করে তার থেকে ৫০০ টাকা করে বেশি ধরে জনপ্রতি ইভেন্ট খরচ উল্লেখ করে দিবেন।তাহলে ধরেন যদি ২০ জনার একটা গ্রুপ যায় আপনার সাথে ট্যুর এ তাহলে আপনার লাভ হবে ৫০০*২০=১০০০০ টাকা কোন টাকা ইনভেস্ট না করেয়।এই ভাবে মাসে যদি ৫ টা ট্যুর দিতে পারেন তাহলে বিনি পুঁজিতে ব্যাবসা করে আপনার কজের পারিশ্রমিক হিসাবে (হালাল উপায়ে) ৫০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। ট্যুর গ্রুপের মেম্বার দের কাছ থেকে (যারা ট্যুরে যেতে আগ্রহ প্রকাশ করবে) ৫০% টাকা এডভান্স নিবেন আর বাকি ৫০% টাকা নিবেন টুরের দিনে।ঐ ৫০% এডভান্সের টাকা দিয়ে আপনি হোটেল বুকিং এবং পরিবহন খরচ যেমন গাড়ির টিকিট কাটা বা আনুসাঙ্গিক খরচ ঐ টাকা থেকেই করবেন,তাহলে আপনার পকেট থেকে নিজেস্য কোন টাকা খরচ হবেনা।আপনি যদি গাইড বা গ্রুপ অ্যাডমিন হিসাবে ভালো সার্ভিস দিতে পারেন তাহলে আস্তে আস্তে আপনার ট্রাভেল গ্রুপের নাম এবং পরিচিতি বাড়বে,বাড়বে আপনার ইনকাম।
এছাড়াও আপনি কোন সুনামধন্য ট্র্যাভেল এজেন্সির সাথে,এজেন্ট হিসাবে বিনা পুঁজিতে ব্যাবসা করেও লাভজনক হতে পারেন,শুধু মাত্র আপনার মেধা এবং শ্রম কে কাজে লাগিয়ে।
আপনার দারা কোন ক্লাইন্ট কে,কোন ট্র্যাভেল আজেন্সির সার্ভিস নিয়ে দিতে পারলে তার বিনিময়েও পেতে পারেন কমিশন।
আরও অনেক উপায়ে ট্র্যাভেল এন্ড ট্যুরিজ্ম এর ব্যাবসা করা যায় বিনা পুজিতেই।
আরো পড়ুন আমার ভবিষ্যৎ পরিকল্পনা
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url